কে যেন কাশ-ফুলের বনে
খেলা করে সারা বেলা একমনে
মাথার কাল কুন্তল নুয়ে পড়ে ভুমে
কে সাথী!কেউ জান কি! ও খেলে কার সনে?


শরতের বেলা পড়ে আসে প্রায়  
হুঁশ নেই তার শুধু গুন গুন গান গায়
বুক জলে নেমে শাফলা শালুক পদ্মই তুলে যায়
কবি-মন বড় অবোধ,ওই বালিকার সাথে মিলতে চায়।  


চোখ দুটি বালিকার যেন কালো ভ্রমর  
কে দেখে গো গোলাপি ঠোঁটের মিষ্টি হাসি ওর?
আমি দেখি স্মৃতি-রা এসেছে সাথে নিয়ে নব নব ভোর
কানে যেন বলে ওরা,’খেল প্রভাতে,আসেনি জীবনে সন্ধ্যা তোর’।