অনেক দিন-মাস কেটে গেল  
ঝরা পাতা ফুলের সাথে সাথে
কবিতা এনেছি আবার বন্ধু
পড়বে!সময় আছে কি হাতে?


বিদায় নিতে চায় আলস শীত
উচ্ছল বসন্ত উঁকি দেয় দরজায়
অপেক্ষিত মন প্রেম চেয়ে চেয়ে  
অনন্ত উন্মুখর হাসিতে গরজায়।


তোমাকে ভুলিনি বন্ধু,প্রাণ-সখা  
ভুলিনি তোমার ত্যাগ সরলতা
সজীবকে কে করেছিল নির্জীব!
জানার নেই কোন আকুলতা।


মরেও যে মরেনি, সে এসেছে
তোমার কাছে,কেমন আছো বন্ধু?
দুহাত পাতলাম, হৃদয় রাঙালাম
দাও এক কণা প্রেম-বিন্দু......