দিন যত ছোট হয়ে আসে
ততই প্রকট হয় স্মৃতি
হায়রে কি যে করি!


ভাবি অতীতকে ভুলে যাব
আর ফিরে তাকাবনা
কেন মিছে কেঁদে মরি?


কবে কি হয়ে গেছিল কোনদিন
জীবনের ঊষাকালে  
আজ কেন ভাবি সেইসব!


চলমান পথ বড় অমশৃণ
সে পথে হোঁচট খেয়ে চলি
তবু ম্লান হয়না যে শৈশব।


চাঁদ সূর্য এখনো তেমন ওঠে
বসন্ত ঠিক আসে
সেই চেনা জন কই?


বাইরে অঝোরে বৃষ্টি ঝরে
পাগল মন ব্যাকুল করে
চোখ দুটো জলে থই থই।