‘সে’আমার জীবন মরণ
চাঁদ সূর্যের আলো
কেউ জানেনা তাঁকে আমি
বাসি কেন ভালো!


তাঁর কাছে জমা রেখেছি
চোখের যত জল
কান্নারা সব দিয়েছে বিদায়
চক্ষু হয়না ছলছল।


তাঁর নামেতে বুকটা নাচে
মন প্রাণটা ভরে
প্রেম-পূজার সুগন্ধি ফুল
তাঁর পায়েতেই ঝরে।


তাঁর বুকেতে ডুব দেব
কোথায় তাঁরে পাই?
জগৎ বড় প্রেমহীন আজ
কোথায় হাত বাড়াই?