কবি আমি একদম নই
খেরোখাতায় লিখি
জ্ঞানও কিছু নেই বন্ধু
সবা---র কাছে শিখি।


এই যে সব কাব্য গুলো
সবার দেখে লেখা
যত সু-বাক্য ভাষা
কবির থেকে শেখা।


কাব্য আমার ফালতু জানি
তবু সবাই পড়ে
কবি কবি বলে আমায়
আদরে ডাক ছাড়ে।


কবি তো নই আমি
কাব্যে দশা অশেষ
আসল রা মর্যাদা পান
কাব্যের আমার নেই রেশ।


কবি হয়ে কোন দিন
চাইনা প্রাইজ মানপত্র
লিখে চলি হাবিজাবি
খেরোখাতায় যত্রতত্র।


যদি কবি হতে পারি
লিখবো আসর নিয়ে
ধন্যবাদ দিলাম সভায়
কবিতারই- গান গেয়ে।


(আমার আজকের ১২৬০তম বিরহিত কবিতা টি আসরের বরেণ্য কবিদিদি পারমিতা বন্দ্যোপাধ্যায় কে উৎসর্গ কোরলাম)