পলাশ রাঙিয়ে দিল বদন
আঙুল ছুঁলো কালো চুল
আসমানী রঙ অঙ্গ শোভায়
কৃষ্ণচূড়া মন হল আকুল।


মুগ্ধতার বৃষ্টি পড়ল ঝরে
একাগ্রতা ক্ষণিক মিলনে
কোকিল কুহু কণ্ঠ দিয়ে
রচিল বাসর গীতবিতানে।


শিমুল ডাঁটা আবেশে কম্পমান
আলগা খোঁপা কখন তছরুপ
পাড় ভেঙেছে জোছনা নদীর
দুজনে হাসল দেখে তার রূপ।


প্রেম ফোঁটায় ফোঁটায় ঝরল,
পুষ্প-পাপড়ি সাথে ঘর্ম বিন্দু
দোঁহার কায়া নাচে যৌবনে
সাক্ষী রইল নীল গগনের ইন্দু।