আমার খোঁপায় দেবে কিগো
লাল গোলাপ ফুল?
ধৈর্য যে আজ য়ায় হারিয়ে
চিত্ত যে ব্যাকুল।


আমার গলায় পরাবে কি
মুক্তোর ওই মালা?
তোমার কাছে চাইছি বলে
প্রেম কোরনা হেলা।


হাতে আমার পরাবে কি
বর্ষা-বকুল কঙ্কণ?
আমার মতো করবে কেগো
নিটোল প্রেমের মন্থন?


চলোনা ওই নদীর পাড়ে
কদম তলার মাঠে
ইলশেগুঁড়ি বরিষে নেয়ে
নাচি নদীর ঘাটে!  


একই রকম জীবনটা যে
একটু নাহয় পাল্টাও
দুঃখ সবার জীবন ভরা
খুশির পাতা ওল্টাও।  


(আমার ভুলে কবিতাটি মুছে গেছে।আর এই কবিতার
মন্তব্য নিচ্ছিনা, কমেন্ট বক্স তুলে নিলাম)