আমি আজ ঠিকানা বিহীন পথের
এক কোণে দাঁড়িয়ে তোমার অপেক্ষায়
জানি, তোমার প্রজ্বলিত ডাগর চোখ-
দুটি আমাকে খুঁজে বেড়াচ্ছে দিবারাত্রি;
ঠিক এই মুহুর্তে মনে পড়ছে সেই ফেলে
আসা দিনগুলির কথা আর স্মৃতি......
তোমার ধূম্র ভরা উষ্ণ শ্বাস এখনও যেন
আমাকে রোমাঞ্চে নাড়িয়ে দিয়ে যায়...
আর সেই চুম্বনের দীর্ঘ সময়টি;
একবার জাগিয়ে দিয়ে গেছিল আমার
সকল নারী সত্ত্বাকে......
শিরা ধমনী রক্ত আন্দোলিত হয় আজও
সেদিনের একটিবারের উষ্ণতাকে মনে করলে,
তুমি কাশ্মীর হয়ে সিয়াচেনের বরফ পেড়িয়ে
হাঁটতে থাকো, আমাকে খুঁজে পাবেই...
পাহাড়ের ঝর্ণা আর রডোডেনড্রন ফুলের মাঝে।