সখী কি আর কহিব তোরে!  
আর কি পারিব যাইতে শ্যামের দ্বারে!  
সেই ফুল ফোটান শীতল ভোরে?
শ্যাম রহিল চিরকাল দূরে দূরে
আমি মাল্য গাঁথিয়া তোদের ঘরে
গাহিলাম কত গান বিরহিত সুরে সুরে।
দেহ রইল পড়িয়া যেন পাথর নিথর
দেয় না সে কভু আর চিঠি পত্তর
বল না সখী আসিবে কি সে সত্ত্বর!
আয় আয় চিঠি লিখি মাল্য গাঁথি
সখী বিশাখা আজ তোরাই মোর সাথী
ওই ওই ঘনায়ে আইল যে কালো রাতি।
গভীর রজনী নিঁদ আসেনা আঁখিতে
ওরে শুনিস কি, কে ডাকে বাঁশিতে?
শ্যামই আসিছে মোরে ভালো বাসিতে।


(এই পদাবলী অঙ্গের কবিতা টি আমার
প্রিয় সখী শম্পা ঘোষ, দীপ্তি রায় দিদি, পারমিতা দিদি, আফরিনা নাজনিন মিলিসখী,লিলিদাস দিদি এবং সম্পা দত্ত সখীদের নিবেদন করলাম।কারণ,আসরের অনেক কবির কাছে আমি রাধাপ্রেমী)