কি চাইছ বন্ধু!মনের মানুষ!
কত সাধনাই তো করে গেলে-  
তার জন্য,ফিরেছে তার হুঁশ!  


কাঁদছ কেন! কি হারিয়েছে!
নিশি রাতের মিষ্টি মধুর স্বপ্ন!
চোখ স্বাধীন, বাস্তবটাই ভগ্ন।


আবেগে থাকতে পারছনা!
ইমোশান আবেগ ক্ষণস্থায়ী
কর্মের পথ কর দীর্ঘস্থায়ী।


আর কি চাও!একলা নিরালায়
থাকতে! শুধু শান্তির জন্য?
হাসালে বন্ধু,শান্তিই বড় বোন্য।


কি চাইছ!খাদহীন,কৃত্তিমতাহীন  
কঠিন আরাধনার ভালোবাসাই!
পাবেনা,পূরবেনা এই আশাটাই।  


কি বললে! তবে কেন এতো
কষ্টের,লড়াইয়ের মানব জনম?
এটাই তাঁর নিত্য খেলার ধরণ।