চাঁদটা আকাশে উঠতে উঠতেও পূর্ণ হয়ে ওঠেনি,
নক্ষত্রগুলো শুধু টিমটিম করে জ্বলছে  তার কোন
বড় ভূমিকা নেই আকাশগঙ্গা ছায়াপথে ;


সূর্য প্রতিদিন উঁকি দিয়ে যায় অবহেলিত, ব্যার্থ কিছু মানুষের খোঁজে---
কৃতজ্ঞতা ওই একটাই খোঁজ নেওয়া, ব্যস!    


দিন আনা দিন খাওয়া দুপেয়ে জীবগুলোর ক্রন্দন
ভারাক্রান্ত করে তোলে মন,
কথা সকলের একটাই,"কিছু করার নেই "


কিন্তু, এমন ভাবে কতকাল প্রাণে শুধু  বেঁচে থাকার নিত্য যন্ত্রণা আর ভাগ্যের পরীক্ষা?
সমাধান নেই বোধহয় ঈশ্বরের কাছেও-----