বুকের মাঝে তুমি ছিলে
বুঝতে কিছুই পারলেনা
শ্বাসে ছিল তোমার বায়ুই
তবু কাছে আমায় ডাকলেনা।


তোমার প্রতি পায়ের পদক্ষেপে
আমার উচ্ছল দুটি চরণ
সুঠাম হাতের সকল কাজেই
আমার নিপুণ ধরণ।  


রাত্রে যখন নিদ্রাতে যাও
সেই সুখ স্বপ্ন মাঝেও আমি
প্রভাত-নমষ্কারের সাথেও    
থাকি হয়ে অন্তর্যামী।    


এমন ভাবে থেকেও আমি
তোমার কাছে হীন
মরণ কালে সুধো আমার
পূত ভালোবাসার ঋণ।