মরুভূমি পথে হেঁটে হেঁটে আজ ক্লান্ত  
মুসাফির
যেদিক তাকাই শুধু বালি,তবু পা নয়
স্থির।
দুহাত বাড়িয়েছি কবে,আজও ধরেনি
কেউ
হেঁটে চলি ঠিক, মন মাঝে ওঠে মুক্তির
ঢেউ।
চারিধারে শুধু মরীচিকা, নেই একটাও
পান্থপাদপ
ছায়াহীন রৌদ্র-জীবন, মুখে চলে তাঁরই
মন্ত্রজপ।
তৃষাতুর জিভ,করি একটু শীতল জলের
আশা
একদিন পাবো কি সেই পরমের অমোঘ  
ভরসা?