আমি কিন্তু কবি, ভিক্ষুণী নই......
রবীন্দ্রনাথের ‘নগরলক্ষ্মীর সুপ্রিয়া’ হয়ে মানুষের দোরে
ঘুরে ভিক্ষা পাত্রে নিরন্নের অন্ন জোগানর আশ্বাস দিতে পারবনা;    
আমি কবি, অতীব ধনীও নই.........
তবু, আমাকে যদি আর্তের সেবায় বিপুল অর্থ দান  
করতে বলা হয়, কি হবে আমার ভূমিকা?
পদ্য লিখে কিন্তু নিরন্নের পেট ভরবেনা;
অর্ধেক লোক মূর্খ হলেও প্রযুক্তির জামানায় বড্ড যুক্তিবাদী;  
কবিতা সুখী মানুষকে বিনোদন দিতে পারে, বিপ্লবে জনগণকে জাগাতে পারে
নিরন্নকে অন্ন দিতে পারেনা.........
কবি তাই আশার আলো আর সত্য-কল্পনার প্রেমে মেতে  
মসী দ্বারা সহজভাষা নিয়ে মানুষের মাঝে দাঁড়ান উদারতার খাতিরে;


যেখানে দুঃখ-অন্ধকার বেশি, আলো-আনন্দ কম
সেখানকার সব পূর্ণতাতেই ঐশী-শক্তির প্রয়োজন
কবির কাজ ভূপের জনমনে প্রেমানন্দ প্রদান করা
‘কবি’ সর্ব কালেই মহাজাগতিক প্রেমে মুহ্যমান
কেবল 'প্রেমই' কবির সকল সাধনার পীঠস্থান......