দহনে যার সদা সুখ
কবি দেখেনা তার মুখ
যে দেয় শীতল জলরাশি
কবি ঘোরে তার পাশাপাশি।


যে রুক্ষ চটুল কথা বলে
কবি তার কাছে না ঢলে
যে সব পরিবেশে হাস্যমুখি
কবি তাকে দে’খে সুখী।


কবি চায়না প্রার্থীব ধন
চায় মানুষ মনের মতন
অম্বর চাঁদ ফুল হাসি গান
সন্তোষ সদা কবি প্রাণ।


জটিলতা কুটিল মনোভাব
কবির নয় এমন স্বভাব
কবি আদৌ মনে স্বর্গ বাসী
মন্ত্র তার ভালোবাসাবাসি।