আঘাত অনেক পেয়েও আজ
প্রত্যাঘাতে এগিয়ে যাবার ইচ্ছা নেই।
শাস্ত্রজ্ঞ না হলেও, শাস্ত্র পাঠ করেছি অনেক;
আমি পৃথিবীর এক বাসিন্দা, সারা বিশ্বই
আমার স্নেহ মায়া জড়ান ঘর-
এই বিশ্বাত্বই খেলা করে যায় মগজে মননে...
বিনা দোষে,রুজির লোভে আঘাত হানে মুর্খ,
আর প্রত্যাঘাত আসে সাময়িক উত্তেজনায়।


বারবার শান্তির আবেদনে কান চাপা দেয়
যুদ্ধবাদী দুষ্কৃতী; হামলাবাজদের কাছে
শান্তির বাণী হাস্যকর বা ব্যঙ্গ স্বরূপ...
তবুও কবি-মন শান্তিই চায় প্রতিবার...
চলে যখন যেতেই হবে একদিন; শুভ্র ঝাণ্ডা
নীলে উড়িয়ে হাতেহাত মিলিয়ে থাকার শপথটা
কি একেবারেই হেয় নগণ্য সম??
এই প্রত্যয় যদি সার্বজনীন হয়
তবে মিলে যেতে পারি আমারা জীবিত স্বর্গ দ্বারে।