অনেক সকাল দুপুর বিকেল সন্ধ্যা
কেটে গেল সবার জীবনে
অনেক অশ্রু ঝরেছে ভরা ভাদর
আর ঝরঝর শ্রাবণে।


অনেক মালা গাঁথা আছে আবেগের;  
কে জানে কার জন্য!
গোলকধাঁধার ভালোবাসা করেনি
কারো উতলা মনকে ধন্য।


যদি পরিহাস ক’রে ভাগ্য দেবতা
কদাচিৎ মুচকে হাসে;
চোখের অল্কখ্যে সে,একবার হাসুকনা
‘ভাগ্যহীনদের’ সামনে এসে!  


জানি নেই দরাজ বুক তাঁরও, সেও
কালের উপর নির্ভর
মানুষ পরোয়া করেনা,ভালোমন্দ যাইহোক
কর্ম করে জীবনভর।  


কবি চেয়ে যায় শুধু আবেগি-ভালোবাসা
আর একটা নীলাকাশ
মনটা সেখানে মেলে,যেখানে মাথা নাড়ে
ভাদ্রের সাদা কাশ।