কবিতা কেউ পড়েনা
তাই কবিতার ঘরে তালা বন্ধ


বোকার মতো যারা হৃদয় খোঁজে  
তারা চোখ থাকতেও অন্ধ।


সহানভুতির মানুষ চাই,আজ নেই
তাতে দুঃখও নেই কিছু


তবু মেকি ভালোবাসার জন্য কাঁদিনা,
করিনা একবারও মাথা নিচু।


জগৎ ধংসের মুখে, তাই প্রেম আশ্বাস
বিশ্বাসের দাম নেই


বেঈমানও সাজা পাবে, সময় হাসছে
তার দামামা বাজবেই।


ভাবছি ইমোশনাল কবিতা কে ছুটি দেব
কিন্তু কেমন করে??


মানুষ কমার্শিয়াল, স্বার্থপর, একপেশে
তাদের জন্যই বুকটা ডুকরে মরে!  


(এই মানুষ বলতে, আমি
কবিতার কোন মানুষ কে কিন্তু বলিনি
বন্ধু)