স্বপ্ন-তো!আনকনসিয়াস সত্ত্বার অভূতপূর্ব এডভেঞ্চার
ঠিক উজালা নীলের মতো এক স্বপ্নিল আকাশ
চোখ বন্ধ করে দেখা মনঃপূত এক অভিলাষ ।


ইচ্ছা-তো ! আকাশগঙ্গা ছায়া পথে হেঁটে হেঁটে
যেন ঠিক ওই আদিত্যর কাছে যেতে চাওয়া
পুড়ন হোক বা না হোক কপাল চাপড়ে যাওয়া ।


প্রেম-তো ! কবির ভাষায় ‘বর্নণা করা অসম্ভব  
এ এক অফুরন্ত রহস্য’ উপমা কে দেবে তার?
হয়তো সেখানে আকাশ-সাগর মিলে একাকার।  


চোখের জলতো! সেতো নোনতা, গাল আর ঠোঁট
বেয়ে বেয়ে গলায় কখনও নেমে এসে বুকে নিঃশেষ
দূর! ও না থাকলে মানুষ জন্মটা হত কি বিশেষ ?