ছল ছল আখি মোর
না-নামে, না শুকায়
‘মনের মত’-কে খুঁজি
তারে ধরা নাহি যায়।


ছিল যে পাখি-সময়
উড়তাম নীল আকাশে
‘সে’ বসে দেখত খালি
তার মুখ হত ফ্যাঁকাসে।


হরিণ-দৌড় ছিল পায়ে
ছুটতাম বহু দূর
‘সে’ খুঁজে নিত সহজে
শুনে নূপুরের নিক্বণ-সুর।


সরলতা ছিল বলে
বিশ্বাসে ভরা মন
সবেতেই আগ্রহ উঁচাটান
টলমলে হৃদ-ধন।


ভালোবাসা হয়ে যায় উপকথা
পথে দেরীর সুবাদে
হেমন্ত বসে রঙিন আঙিনা
জুড়ে, বসন্ত বিবাদে।


বিহঙ্গ-মন আজো ওড়ে
মনে কাব্যে বহুদূর
তাঁর বাঁশি বেজে চলে
ঠিক সেই সুমধুর।