কোথায় গিয়ে মিলবে শেষ
বলতে পারো অশেষ?
কোথায় আমি পাবো তাঁরে
কেমন গো তাঁর বেশ?


কোথায় মিলবে দুখের শেষ?
সুখটাই বা কোথায়?
একটু হাসির ঝিলিক পেতেই
কান্না দাঁড়ায় হেথায়।


কোথয় শান্তি পরম আনন্দ
শুধুই বুকের মাঝে?
মানব সাথে এক হল কই
সুখ দুঃখের কাজে?  


কোথায় জানো বেজেই চলে
খালিই প্রেমের বাঁশি?  
কোথায় শেষ অশ্রু নদীর!
মিলবে কোথায় হাসি?