কু ঝিক ঝিক লাইফ-এক্সপ্রেস
জানিনা কার কোথায় হবে হল্ট!
কুষ্ঠী ঠিকুজীও কখনো কখনো
হার মানে, গণনায় করে ফল্ট।
আমরা যেন ধীর শনি বলয়ে বসে
ভাবি ধীরে চলেযাওয়া সময়টাকে
লাইফ-এক্সপ্রেস-এ ঘুরতে ঘুরতে
বেসামাল করে ফেলি জীবনটাকে।
আমরা অযোনি সম্ভূত নই কেউ
জন্ম দিয়েছে মাতার সুগর্ভ দ্বার
বিন্দাস সুখে বড় হই; একদিন
লড়াই-য়েই হয়ে যাই ছারখার।
জীবনটা হয় ঘনো বালির শয্যা
পরিসীমার বাইরে প্রদান পরিসেবা
বোরডমের লনে বসে মনের খোঁজ
নিতে, কোন দিন আসে কে-বা?  
একটা ধ্রুবতারা মিটি মিটি জ্বলে
নীল আকাশে জ্বলে যায় চিরকাল
স্বল্প জীবনও শুধু দাউ দাউ জ্বলে
চাপড়ে লড়াই-এ পোড়া কপাল ।