যে দোলা দিয়েছ মনে তা দিয়েই
দিলাম তোমায় সাতরঙা দোল
তোমার মন-কৃষ্ণচূড়ায় আমি-  
যে সদাই রঙিন, সদা বিহবল্।
তুমি যে দোলা দিয়েছ শিরায়
তা তোলে রোজ হৃদয়ে শিহরণ
আকাশে বাতাসে ধূলায় ফুলে  
লাগে তোমার ভালোবাসার রঙ।
যে দোলা দিয়েছ তৃষিত বক্ষে
তার পরশে মুক্ত রোগ জরা
আমার সকল অঙ্গে অঙ্গে জেনো,  
তোমার মধুর-উষ্ম সুবাস ভরা।
যে দোলা দিয়েছ প্রতি মর্মে মর্মে
তা বাড়িয়ে দেয় শত শুভ কর্ম
তোমার হেম-প্রেমে জানলাম,সকল
মানুষে জীবে প্রেমই প্রকৃত ধর্ম।
আজ তোমার দোলায় শিরা ধমনী
রক্তে লাগল নবীন রবির আলো
শুধু ভালোবাসা দিয়েই বলে যাই
আমি তোমাকে বাসি যে ভালো।