তোমারা লাল পাহাড় দেখেছ?
দ্বিভুজ হলুদ পাহাড় দেখেছ...?
লোক-হীন জনশূন্য পাহাড়...
আছে কটা নাম না জানা পাখি
লাল-হলুদ ফুলে ভরা একটা মাঠ
সেখনে মানুষ একজনই আছে...
যে অপেক্ষিয়মান শুধু আমার জন্য।
এখনও আমার সময় হয়নি তাঁর
কাছে পৌঁছে যাবার......
সেখানে কোন দূরভাষ-চলভাষ নেই
নেই চমকান ইন্টারনেট বা দূরদর্শণ;
তবু তাঁর কথা শুনি বুকের গহীনে
তবু তাঁর মিঠে গান শুনি মনেমনে।
মেহিগিনি এক পাহাড়ের নীচে আমাকে
নিয়ে সে ঘর বাঁধবে বলে আজও-
পথ চেয়ে বসে আছে আশায়...
জানিনা,কবে ছুটি দেবে সংসার আমায়!!!!!