কেনরে ভুবন জুড়ে
এত ভালো বাসাবাসি?  
প্রেমের সূত্র শক্ত ভারী
মন বলেনা এবার আসি।


কেন অকারণে ঝরে
জীবকুলের অশ্রু জল?
জগতের দুঃখ দেখে
মন-মাতাল টলমল।


কেনরে মানুষ মনটা
এত ছোট এত হীন!
স্বার্থ পুটলি নিয়ে শুধু
প্রভুর কাছে হয়রে দীন?


কেনরে সবার মুখে
আমার আমার ফাঁকা ধ্বনি?
পৃথ্বীর ধন জমিয়ে সবে
তাঁর কাছে হয়রে ঋণী?      


(কেউ বাউল অঙ্গে গাইলে গাইতে পারেন।
রাগ কোমল হলে ভালো হয়)