তুমি যখন পিয়ানো তে
সুর তোল টুংটাং
আমি তখন মেঘ রাগে
তানপুরা তে তুলি তান।


তুমি যখন মাতাল হয়ে
বাঁশিতে তোল পূরবী সুর  
ঠিক তখনই বেজে ওঠে
আমার পায়ের ছন্দ নুপুর।


তুমি যখন ব্যাগটা কাঁধে
ঘর থেকে হও বাহির
লুকিয়ে তোমায় দেখব বলে  
মনটা হয় যে বড় অধীর।  


লুকিয়ে দেখার এইযে খেলা
কত কাল আর চলবে?
"ভালোবাসি"ছোট্ট কথা
বলো না কবে বোলবে?