কতগুলো রক্ত মাখা পায়ের দাগ---
নিরালা জায়গা খুঁঁজতে মা হেঁটে চলেছে  
সদ্যোজাতকে নিরাপদে রাখার অভিপ্রায়।


কালি মাখা শুখনো মুখের কোণে এক
চিলতে হাসি ফুটে উঠেছে, ঠিক নিশি কাটিয়ে
নব প্রত্যুষের আলোর মতো।    


মা আসছে, মা আসে প্রতিবার,
আমিও মা, ওই পাগলীও মা
আর তুমিও মা জগজ্জননী---


ত্রিনয়ন মেলো মা, দাও সকল মা-কে
সগর্বে সমহিমায় চির মাতৃত্বের স্বাদ,
ঘুচাও নৃশংসতা, ভাঙো বিভেদের কারাগার।  



(আসরের বরেণ্য কবি সমীর প্রামাণিক বা
অম্বরীষ কবির গতকালকের কবিতা পাঠ করে
এই কবিতাটি লিখলাম। তাই এটি উৎসর্গ করলাম
সেই সমীরদা-কেই)