পুজোর বাদ্যি বেজেই চলে  
আমাদের কানে সব ফাঁকি
শিউলির মাতৃ মিঠে সুবাস  
যতনে বাক্সে তুলে রাখি।


আশায় থাকি পরের বছর
নিশ্চই আছে দয়ার আলো
মা জননী কারো ঘর কি
চিরকাল রাখে নিরাশায় কালো!


আজ তা উল্টোই মনে হয়
পদে পদে দরিদ্রেরই পরাজয়।


যাদের ঘর আলো ঝলমল
তারা রইল আলোতেই
আঁধারবাসীর চির তমসা
চলছে আর চলবেই।


কিছু হবেনা,তবু মন দ্রোহ করে
কেন এই সুখদুঃখের ফারাক?  
উত্তর পাইনি,পাবও না কোনদিন  
সমাজের সাথে মাজননীও যে নির্বাক।