এই মুহূর্তে এক ফোঁটাও বৃষ্টি নেই বাইরে
ব্যাঙ গুলো লাফিয়ে ঘরে ঢুকতে চাইছে
সুনীল আকাশ, তাতে খন্ড মেঘ আর গুটি কত তারা
তাদের রিফলেকশান অতীব নগন্য---
নগন্যদের দিকে ভাগ্য ফিরে তাকায় না কোন দিন।
আমি চেয়ে আছি একটি বালকের পথ চেয়ে--
ছেলেটি প্রতি সন্ধ্যায় আমার থেকে কাপড়ের তৈরি
গোলাপ জবা গন্ধরাজ ফুল নিয়ে যায়।
ওর মা স্বামী পপরিত্যক্ত ,গাছের ফুলের সাথে কাপড়েত ফুলও বিক্রি করে মা মিঠু; তার চোখ নাক আর চেহারা দেখলে সবাই মা শ্যামার মুখ দেখে;
বড় কষ্ট হয় ওদের জন্য---


মৈনাক, পড়াশোনায় অতি মনোযোগী
সাধ্য অনুযায়ী একটু হেল্প করে থাকে সবাই
তবে মৈনাক বলে বাবার বদলা ও নেবেই---
ও মায়ের গর্ভে থাকা কালীন ওর বাবা খুব অত্যাচার করত; মৈনাক একটু বড় হয়েও সে দৃশ্য দেখেছে;
পরে পাড়ার লোক তাকে তাড়িয়ে দিল----
মৈনাক এই এল,ওর বাবার কথাই বলছে--
বললাম,তোর সবে তের বছর, বদলা নিতে এখনও
অনেক দেরি রে সোনা----
তবে বদলা তোকে নিতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে-----