(তের্জারিমা হলে বরেণ্য কবি
রহমান মুজিব-কবিবন্ধুকে দিলাম)


মাঝে মাঝে সাধ জাগে কোথাও হারাই
বিষাদ আগুনে বুক পুড়ে হয় খাক
ফেলে আসা দিনটারে কিকরে যে পাই?  


মাঝে মাঝে পোড়া মন করে হাঁকডাক
হাত ধরে হারাত যে নিয়ে অজানায়
সব ফেলে মন তার বাহুতে হারাক।  


মাঝে মাঝে গভীর আবেগ আসে হায়!
স্মৃতি নাচে তোলপাড় পড়ে যায় রব
কানে যেন শুনি ধ্বনি ‘চেনকি আমায়!


হিমেল বাতাসে আবার আসে নেশা ঘুম
হয়তো বা আসবে ‘সে’ গালে দিতে চুম।