অনন্ত, মনে রেখো---
আমি কিন্তু তোমারই সন্তান
আর পাঁচজন সহায় অসহায় সন্তানদের মতো...  
জীবনে কতটা কমফোর্ট দিয়েছ
নতুন করে বলার আর ইচ্ছা নেই...  

যদি ভুল করে বলি যা করেছি জীবনে
তার সবই ভুল......
কি দেবে তার জবাব?
‘ঠিক’-টা যদি তোমার হয়, ভুলটাও
নিশ্চই তোমার......!!!
খিড়কির আলো চাইনি কোনদিন
রন্ধ্রের আলোতেই চেয়েছিলাম স্নাত হতে...
সব আলো যদি ‘আলোয়তেই’ দিলে, তবে
অন্ধকারের বুকে ঢালবেটা কি??
এবার সমতায় এসেো,একশেরে মনোভাব ছেড়ে;  
অসহায়দের একটিবার আলো দাও...
মনে রেখো, তুমিই সর্ব ত্রাতা
প্রমাণ কর তোমার বিচার সমান...