আঘাত বেইমানির সাত সাগরে সাঁতার কাটি রোজ  
অমৃত-সাগর ফেরার, এখনও পাইনি তার খোঁজ
বনে আলিঙ্গন দিতে গিয়ে কণ্টকে জর্জরিত মগজ  
বরাত বিদ্রুপে হাসে,হৃদে তবু ডাকে মোরে পঙ্কজ।


মনে রেখো,সূর্য প্রতিদিনই রক্তিম রূপে পূর্বে ওঠে
ফুলও তার সৌরভ নিয়ে হরিত কাননে রোজ ফোটে
তুমি নিসর্গ জলসাকে উপেক্ষা করলে যায় আসেনা মোটে  
আঘাতের চোরাবালিতে থাকলেও,হাসি নিত্য উদিত ঠোঁটে।