সকাল সন্ধ্যে ভাবিসরে মন  
মনের মানুষ কই?
বুকের মাঝে অবুঝ দ্বন্দ
রাস্তাটা থই থই...
মনের মানুষ নেই কোথাও
আকাশ পাতাল মর্ত্যে
মনটি খুলে দিব্য চোখে তাঁরে  
দ্যাখনা হৃদয়-গর্তে।
বিশ্ববাসী খোঁজে পথে পথে  
মনের মানুষটিরে
‘সে’ যে সবার কাছেই আছে
বোধের আধার ধরে।
বিষয়-বুদ্ধি চালাকিতে কে-
কবে দেখেছে তাঁরে?
উতলা মন বসনা ধ্যনে
দ্যাখ মনের মানুষটিরে...