জীবনের শেষে
মাটিতেই মেশে
তবু নেই হুঁশ
এর নাম মান-হুঁশ।


কাঁধে মরা বয়
চিত্ত কিছুতে না সয়
বোঝেনা অবুঝ
নেই মানবিক খুঁজ।


মুখে অমৃত কথা
মনে অসাড়তা
নেই কোন জ্ঞান
চায় মানব-সম্মান।


সারাদিন টাকা টাকা
শেষে সবই ফাঁকা
মৃত্যুলোকের জীব
আসলে অসৎ ক্লীব।


গীতা কুরান পড়ে
স্বার্থতে চড়ে
চাই রাজকীয় কুরসি
বল,"মানুষ হ'য়ে মরসি--- "