(আজ শ্রম-দিবস এবং পদ্মশ্রী মান্না-দের জন্মদিন)


‘’ভালোবাসার পানশালাতে প্রিয়ার নেশায় প্রেম শরাব
চূর হয়ে তাই বলছি তোমায় সাথীগো তোমার নেই জবাব...’’
ভালোবাসায় দিয়েছি ডুব, ভালোবাসাই আমার স্বভাব...


‘’আমার না যদি থাকে সুর তোমার আছে, তুমি তা দেবে
তোমার গন্ধ হারা সুর আমার কাছে সুরভী নেবে...’’
নিশ্চই তা দেবো,তুমি যতটা মর্যাদায় নিতে পারবে....।


‘’কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখখানি’’
আমায় যে ভালোবেসেছ,রেখেছ হৃদয়ে জানি ওগো জানি।


‘’চার দেয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে
দেখি বাহির বিশ্বকে...’’
গান গেয়ে চলে গেছ,মনে কি রেখেছ এই প্রেমিকা-শিষ্যকে?


‘’আবার হবেতো দেখা এ দেখাই শেষ দেখা নয়তো...’’
যে আঘাত দেয় দিক, জেনো আমি আঘাত দেবনা
কোনদিনও কারোকে হয়তো...।


(শিশু শ্রমিক দূর হটাও দুনিয়া থেকে...
সকল শ্রমজীবী মানুষকে আমার অভিনন্দন
জানাই লৌহ-বুক ঠুকে)