আচ্ছা, আমরা এমন একটা ফার্ম তৈরি করতে পারি যে ফার্মে মানুষ প্রডাক্ট দেওয়া যায়!
আর সেই প্রডাক্ট গুলি একটু বড় হলেই খাঁচার জালে বা লোহার জালে আবদ্ধ থাকবে  ;  
ঠিক সময় মতো বিক্রেতা এসে চুজ করে ভিক্টিমের জন্য নিয়ে যাবে!  কি ভাবা যায়না না?  
যখন আমরা ভোজনের জন্য ভিক্টিম হবো, কি হতে পারে আমাদের চেতনাময় আত্মায়?  


একবার ভেবে দেখো মানুষ, হাজার হাজার ফার্ম তৈরি করে তুমি কত পশু পাখি নিধন করেছ ;
পশুপাখি থেকে আজ মানুষই বেশি বিষময় করে তুলেছে এই পৃথিবীটাকে,
সাদামাটা মানুষ বাদে কিছু আমলাকে এভাবে ---
থাক, সেটা তুমিও জানো বন্ধু।              


মৃত্যুর সময় কিন্তু একই বিভীষিকা পশুপাখি আর মানবিক চেতনা সম্পন্ন মানুষের।  
না না নিষেধ নয়,
না আইনও নয়,
শুধু করুণা আর সর্ব জীবে প্রেম,
ভুল বললে নাহয় আমার কবিতা বয়কট করো-----  


(কেউ কিন্তু রাগ করবেন না। সেদিন নার্সিনহোম থেকে ট্যাক্সিতে ওঠার সময় এমন একটা সিন দেখলান, তা ববর্ণনা করলে আপনিও কেঁদে ফেলবেন। সেটা আর লিখলাম না বন্ধু)