বাংলা আমার মাতৃভাষা
বাংলার আমি মেয়ে
বাংলা-মা হাসে আমার
সকল অঙ্গ ছেয়ে।


বাংলা আমার কথা বলা
সপ্ত সুরের গান
বাংলা হল প্রথম ভাষা
নানা শব্দের অভিধান।


বাংলা ভাষায় পাখি ডাকে
রাখাল শোনায় বাঁশি
বাংলা বোলে ‘মা’ ডাকি
দেখি তাঁর মিঠে হাসি।


বাংলা আমার সকল দেহে-
শীরায় প্রবাহমান রক্ত
বাংলাতেই ভজন গেয়ে
হবো প্রভুর পরম ভক্ত।


দুই বাংলায় হবে কবে
সেই দস্যি দামাল ছেলে
শীর্ষাসনে দাঁড়াবে আবার
তামাম বিশ্বকে পিছে ফেলে!