সাগর আমায় ডেকেছিল
মুক্ত দেবে বলে
ভুলে গেলাম সে আহ্বান
মিথ্যে কাজের ছলে।


সূর্য রাতে বলেছিল
দেবে ঐশী জ্ঞান
সুপ্রভাতেই বিস্মিত মন
সংসারী কলতান।


সরলতায় রাখবে বলে  
স্বচ্ছ জলের ধারা
রোজই ডাকে ইশারায়
পারিনা দিতে ধরা।


নীলনভের রুপালী চাঁদ
দিয়েছিল হাতছানি
পিছুডাকে ভুলে গেলাম
শান্তি- বার্তা খানি।  


হেমন্তীকা গায়ে পড়ে
রোমান্স লাগায় চিত্তে
কার ডাকেতে দেব সাড়া!
বদ্ধ মায়া বৃত্তে।