(একটা মিষ্টি-মধুর পরিবেশে বসে আছি।
এই মুহূর্তে কবিতার আসরের কবিবন্ধু-দের সামনে পেলে এই অপরূপ দৃশ্যটা শেয়ার কোরতাম। চার খন্ড মেঘ এমন ভাবে মিলেছে, মনে হচ্ছে আমাদের সেই প্রেমময় শ্রীগোবিন্দ বাঁশী বাজাচ্ছেন। তবে পাশে রাধারানী অনুপস্থিত।)


হায়---! মধুর মায়াবী রাত যেওনা
নিধু বনে বাঁশী বাজে মন যেন রাই সাজে
এমন মায়াবী রাত বধূ হেলা কোরনা
মধুর মায়াবী রাত যেওনা ।।


কত মাধবী রাত কেটে যায় একাএকা
প্রিয়র আমি কেন নাহি পেলাম দেখা।
আজ যদি থাকিত পাশে মিলিতাম সু-হাসে
অতীব নিবিড় হয়ে বাঁধিতাম ঝুলনা
মধুর মায়াবী রাত যেওনা ।।


হায়---! বুঝি রাত কেটে যায়
শুনি কি তাঁর পদধ্বনি! হরসে খুশিতে
বেজে ওঠে মোর কিঙ্কিণী ।।


শ্যামল-মুখে মধুর মধুর হাসি
পাশে বসে প্রিয় পরবাসী।
মধুর মায়াবী রাতে অধর
মিলে যাক এক সাথে।
ওগো সুখতারা তুমি-  
এখন আঁখি ভুলে খুলোনা...
মধুর মায়াবী রাত যেওনা...।।  


[কেউ যদি গান গাইতে চান, মিশ্র জৌনপুরী রাগে গাইবেন]