বাদল মেঘ ঘনিয়ে আসে
আমড়া গাছের ফাঁকে
তোমার জন্য চোখ ছলছল
সন্ধ্যা প্রদীপ শাঁখে।


বৃষ্টি নামে ঝম ঝমাঝম
কচি বাতাবী দোলে
সঙ্গ দিয়ে পায়রা গুলোর
বকম বকম চলে।


বৃষ্টি পড়ে চিলেকোঠার টিনে
বাজ পড়ে কড় কড়
বাদলা দিনের সেই কথাটি
ভাবতে মনোহর।


সেদিন আমার কিশোরী বেলা
সে কুড়ির যুবক ছেলে  
তার বুকেতে ডেকেছিল
আমায় দুহাত তুলে।


মুখর মেঘ মেদুর খেলা
তারই সাথে স্মৃতি
সব ভোলা যায়,যায়না ভোলা
প্রথম প্রেম আর প্রীতি।