এই মেঘলামেদুর ঠাণ্ডা দিনে
আজ তোমায় বড্ড পড়ে মনে
তুমি আমায় গেছ নাকী ভুলে?
দুলতে দুলতে জীবন-নাগরদোলে!


এই মেঘলামেদুর বিস্ময়ী প্রত্যূষ
ফেরায় ফেলেআসা দিনের হুঁশ
রূপ সাগরে ভাসে আমার মন
খোঁজে গগন ছোঁয়া প্রেমের ধন।  


মেঘলামেদুর এমন মিঠেল দিনে  
আবার তোমায় নেব নাহয় চিনে।
চলতে গেলে পায়ে হোঁচট লাগে
রক্ত ঝরেও তবু জীবন জাগে।  


যে রাগে সেদিন তপ্ততা খুব ছিল
দীপক রাগের আগুণ জ্বেলে দিল
আজ আনন্দময় মেঘলামেদুর দিন
এসো,দুজনে ভাগ করে নিই সুদিন।