আমিও হারিয়ে যাবো একদিন
তোমাকে ছেড়ে কোন অজানায়,
আর সকলের মতো তুমিও তাই;
মৃত্যুই সবার জীবনের শেষ পরিণতি
এড়িয়ে যেতে পারবনা কেউ,
তাই আমি আমার মতো করে আজ
তোমাকে একটু সাজাতে চাই;


মনে করোনা আমরা দুজনে হারিয়ে গেছি
নীল সীমার শেষ প্রান্তে! যেখানে কোলাহল
নেই,নেই কোন গুরু দায়িত্ব,মিছে কর্ম ব্যাস্ততা;  
পাখির কূজন কানে নিয়ে, ফুলের রেণু মেখে
আমরা নিরালায় বসে গাইব মিলনের গান!
তুমি আমার ঘন চুল বেঁধে দেবে এলোমেলো
ভাবে, সাজাবে ঠিক তোমার মতো করে;
আমিও সাজাব তোমাকে মেঘ দিয়ে আর
রামধনুর সাত সুন্দরে...
তুমি তো এটাই চেয়েছিলে বারবার  
কি!পারবেনা নতুন মনে মিলতে আমার সাথে?