(এই কবিতাটি ‘’জয়জয়ন্তী’’রাগের একটি গান। কদিন আগের লেখা।
কীর্তন সভায় একজন কীর্তন রূপে গাইলেন গতকাল। আজ এখানে পোষ্ট করলাম।)  


প্রেম দরিয়ায় উঠলরে ঢেউ
নাও ভাসানর নেই যে কেউ।
নাও আর কে ভাসাবে বঁধু!
কে দেবে সেই অচিন মধু?  
ছিল পাঞ্জরে এক মনেরমানুষ
জাগিয়েছিল ‘সে’ মানেরই হুঁশ।
হারিয়ে গেল নিজ কর্ম ভুলে
‘তাঁর’ তরে হৃদ যায়গো জ্বলে।
নয় সে প্রেম দেহ-কামাতুরতা
অদৃশ্য মিলন-মধু এক অস্থিরতা।
এই মিলন চেয়ে হয় যে পাগল
তার ‘একাঙ্গ’ হয় পলকে ‘যুগল’।