আকাশ যতটা নীল তার চেয়ে
নীল তোমার চোখের ডাগর মণি
আবার দেখব বলে আশায় দিন গুনি।


দগদগে রাঙা আগুনের আকর্ষণ যেমন  
দুরন্ত ছুটন্ত বিহ্বল পিপীলিকার কাছে...
দীর্ঘাঙ্গটির মিলনে আমারও হৃদয় নাচে।


ফুল যখন নানা রঙের পাপড়ি মেলে
পরাগ মিলন-আশে ভ্রমরকে খোঁজে
আমার মিলন-পিয়াসও তোমাতে মজে।  


তাই, সূর্যমুখী আবহমান কাল ধরে
মিলনের আশে সূর্যকেই খুঁজে গেল
এবার তুমি দাও মিলনের সুখ-আলো।  



(সময়ের অভাবে কবিতাটি আর বড় করতে
পারলাম না বন্ধু......)