মধুর নিশি যামিনী, নিঠুর প্রভাত
এসে ভেঙে দিওনা
কান্ত গাইছে মিলন রাগ দরবারী
হায় রাত্রি তুমি যেওনা।


আকাশ ভরা তারা জোছনার খেলা
আহ্লাদে গলে চন্দ্র
প্রিয় প্রিয়ার শান্ত মিলন উৎসব
মলয় বয় মৃদু মন্দ্র।


মৃদঙ্গ বাজে বইজু জয়জয়ন্তী সাথে
চলে ধ্রুপদ মৃদু লয়ে
শ্রীমতী প্রিয়া নাচে কত্থক, অনঙ্গ মোহন
দেখে প্রাণ ভরে চেয়ে।


মধুর মধুর বংশী ধ্বনি,শিঞ্জিনী নূপুরে
ওঠে মহা মিলনের তাল
হায় দিনমণি,উদয় হ'য়ো না গো
যামিনীতে হও মাতাল।