‘বঁধু তুমি যে আমার প্রাণ...’  
দিবা নিশি ডাকি খোলনা কান!


বঁধু তুমি আমার জীবন ভূষণ
তোমাতে সঁপেছি তনূ আর মন।


বঁধু তুমি থাকো সদা অনুরাগী
তুমি বিনা হবো যে বিবাগী ।


বঁধু একথা কি কভু জাননা ?
তুমি আমার সকল সাধনা!


বিরহে পাগলিনী ওই সে রাধা
যার দুঃখই সারা জীবনে বাঁধা।


তুমি আমার গিরিধারী নাগর
পার কর ভব- ভয়- সাগর।


লোকে বলে মীরা কে প্রভু...  
দেখা কি হবেনা জীবনে কভু?