শরতের প্রভাত কেটে স্পষ্ট আলোয়
উজ্জ্বল প্রকৃতি উদ্ভাসিত......
শিল্পী এঁকে চলেছে এক নারীর ছবি  
তুলির টানে ফুটে উঠছে সজীব এক
মোহিনীর অপরূপ রূপ......
মাথায় একরাশ এলো চুল, কপালে
টিপ, চোখে কাজল,গলায় পুষ্প-মালিকা
হাতে চুড়ি, পায়ে মল,উড়ন্ত আঁচলে
শারদ-বাতাস বহিয়ে দিয়ে যায় যেন;  
তবু মোহিনীর রূপে কিছু বাকি রয়ে গেছে...  
শিল্পীর কল্পনা-নেত্রে ভেসে ওঠে
মৌরি-গাঁয়ের বধূর আদুল গায়ের সিক্ত
বক্ষের আঁচল; কাঁখের কলসির জলও
ছলাৎ ছলাৎ করে ভাসিয়েছিল শিল্পীর বসন...  
সিক্ত বসনে হতবাক শিল্পিকে দেখে
হেসে উঠেছিল বধূটি খিলখিল করে!  
মোহিনীর ছবি পূর্নাঙ্গতায় ভরে ওঠে কখন...