খুব প্রিয়জনদের হারিয়েছি
জানি তাঁদের আর পাবনা


কোন মোক্ষের দ্বারে তাঁরা
আজও রয়ে গেল অজানা।


প্রিয়জন চলে যায়
কিন্তু কোথায়?  


ঠিকানা বিহীন
কোন সে অজানায়!  


তুমি আমি সবাই চলে যাব
শাস্ত্র বলে মোক্ষ


কেউ জানে কি সঠিক স্বর্গ!
তাঁকে জানাই আজ লক্ষ্য।


দাঁড়াবে কি কখনও
সেই মুক্তির ঝলমলে রথ!  


পাব কি খুঁজে আজীবনের
কৌতুহলের পথ?  


(আসরের বরেন্য শ্রদ্ধেয় কবি পারমিতা দিদির
গতকালের মোক্ষ কবিতা পড়ে, এই কবিতাটি
লিখলাম। তাই কবিতাটি পারমিতা দিদিকেই
উৎসর্গ করলাম)