যেদিন আমি হারিয়ে যাব
একটি মালা দিও
নীলাকাশ আর অন্তরীক্ষে
আমায় খুঁজে নিও।
থাকলে কাছে বিবাদ অনেক
রইব দূরে ভালো
সকল আঁধার কাটিয়ে তোমায়
দেব পূণ্য আলো।  
জগৎ মাঝে আর কি আছে
চাওয়া পাওয়ার ক্রীড়া
জগে শূন্য হাতেই এসেছিলাম
আবার শূন্য হাতেই ফেরা।
পৃথিবীর এই ঠুনকো মেলায়
আসব না বারবার
মোক্ষ-খাতায় লিখে গেলাম
নামটি যে আমার।  


(মোক্ষ চাইলেই মেলেনা,এর
জন্য অনেক নিদিধ্যাসন এর প্রয়োজন)