প্রাপ্তির দানি সর্বদাই সবারই শূন্য
অপ্রাপ্তির দানি চিরকালই পূর্ণতায় ভরা,  
ক্রন্দসী মন, তার বাহানা হরেক রকম
আশা কখনও কোনদিন কারোরই মেটেনা
শুধু হাপিত্যেশ করে চেয়ে থাকা ধুধু মরুভুমির উত্তপ্ত বালুকণার দিকে ;
যে রোজ চাঁদকে চায়, সে যদি একফালি
জোছনাতেই খুশি হত, মন্দ হত কিছু? । আকাশ উদাস, ভালো মন্দে সাড়া দেয়না
ব্যর্থ প্রেমের জটাজালে তপঃক্লিষ্ট নয়,


উড়ন্ত বলাকারা দুরন্ত ডানা মেলে কেমন নীলিমায় মিলে যায়; আবার ফেরে ঘরে,
চারপেয়ে রক্তমাংসের মমনুষ্যজাতি মনকে
ঠিক ভাবে ধরে রাখতে জানেনা আত্মায়।
ভেক,ভেক,মানুষ রূপের ভেক ধরে বসে
আছি সবাই, অন্তরীক্ষের ভাবনা মনে ধরে না
বিষয় আর স্বার্থ চিন্তায় মশগুল ;
ধিকৃত মানব জনম;
মন উচাটন,তবে "উঁচা"টান একবারও নয়--